এনসিসি ব্যাংক লিঃ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ৭ শতাংশ হারে মেয়াদী ঋণ বিতরণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদী ঋণের বিপরীতে ২৫,০০০ কোটি টাকা সমমূল্যের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এনসিসি ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জাকের হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, নির্বাহী পরিচালক মো. ওবায়েদুল হক এবং এনসিসি ব্যাংকের ভিপি ও সিএমএসএমই বিভাগ প্রধান মো. সোলায়মান-আল-রাজীসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।