এনসিপি যুবনেতার অর্থায়নে নগরীর ৪১টি ওয়ার্ডের মণ্ডপে পূজা উপহার পেলেন পুরোহিতরা

হরিজন,সেবক ও জেলে পাড়ার প্রায় ২০০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজা উপহার পৌঁছে দেন সাঈদ

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:১৩ অপরাহ্ণ

“সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে”—এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

হুজ্জাতুল ইসলাম সাঈদ-এর ব্যক্তিগত অর্থায়নে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে অবস্থিত অসংখ্য পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত পুরোহিতদের হাতে পূজা উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সহাবস্থানের চর্চায় অগ্রণী ভূমিকা পালনকারী হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, তাঁদের একমাত্র লক্ষ্য ধর্মীয় বিভেদ নয়, বরং মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং সকল ধর্ম-বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করার চিন্তা থেকেই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই মহতী উদ্যোগ নেওয়া হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫, হরিজন,সেবক ও জেলে পাড়ার প্রায় ২০০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে নিজ অর্থায়নে পূজার উপহার সামগ্রী পৌঁছে দেন সাঈদ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি মধ্যমপন্থার রাজনৈতিক দল হিসেবে সর্বদা সম্প্রীতির চর্চাকে অগ্রাধিকার দেয়। এনসিপি বিশ্বাস করে—সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধবড় ভাইয়ের সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধখানকায়ে আমানতীয়ায় ফাতেহা ইয়াজদাহুম কাল