এনসিপির মনোনয়নপত্র নিলেন স্যালুট দেওয়া সেই রিকশাচালক

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের স্যালুট দেওয়া রিকশাচালক সুজন ঢাকা৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন। খবর বাংলানিউজের।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলনের সময় আমি স্যালুট দিয়েছিলাম। সে কারণে আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা৮ আসন। তিনি বলেন, বিগত ৫২ বছর শ্রমজীবীরা সরকারের কাছ থেকে কিছু পায়নি। তারা সবচেয়ে বঞ্চিত হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললেই গুমখুন করা হয়েছে। এখন আমি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা কারও কথার পরোয়া করি না।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো কর্মী নেই। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, ছাত্ররা আছে, প্রবাসীরা আছে। আমি দাঁড়াতে চাইনি সংসদে। কিন্তু আমার খারাপ লেগেছে, একজন যদি এতিমের টাকা মেরে সংসদে দাঁড়াতে পারে, রিকশাওয়ালা কী দোষ করেছে? আমি জনগণের পক্ষে। রিকশাওয়ালা, শ্রমিকদের পক্ষে।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে ভাইরাল হন রিকশাচালক জসিম। সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্টার্ন মেরিনে নির্মিত তিনটি জাহাজ রপ্তানি হচ্ছে আরব আমিরাতে
পরবর্তী নিবন্ধবিএনপির প্রার্থী ঘোষণায় বিলম্ব নেতাকর্মীদের মধ্যে হতাশা