এবার আর প্রশাসন ক্যাডার থেকে নয়, প্রশিক্ষিত একজন কর কর্মকর্তাকেই দেওয়া হল জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ভার। ক্ষমতার পালাবদলের ধারায় এ পদে দায়িত্ব পেলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান; সেই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যানের কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হল। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। খবর বিডিনিউজের।
এর আগে গতকাল আরেকটি প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদ থেকে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনরত কর্মীরা গত সোমবার পদত্যাগের জন্য তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রহমাতুল মুনিম পদ না ছাড়লে গতকাল থেকে একযোগে সারা দেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে গতকাল পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগ করেননি রহমাতুল মুনিম। এ দিন তার বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো হয়। এর ফলে বিকালে সরকারই তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
এদিকে কেবল এনবিআর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ নয়, এর বাইরে প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআরে নিয়োগ বন্ধেরও দাবি তোলেন দীর্ঘদিন বঞ্চিত থাকা কর্মকর্তা–কর্মচারীরা। অবশ্য প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে এনবিআর চেয়ারম্যান না করার দাবির মধ্যেই আব্দুর রহমান খানকে নিয়োগের প্রজ্ঞাপন এল।
আব্দুর রহমান বিসিএস ১৩তম ব্যাচের কর ক্যাডার। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার পর কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন তিনি। আব্দুর রহমান কর ক্যাডার হিসেবে যুগ্ম কমিশনার, বিসিএস কর একাডেমির পরিচালক ও এনবিআরের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আব্দুর রহমানের। একজন পেশাদার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আব্দুর রহমানের সমৃদ্ধ কর্মজীবন রয়েছে।