বৈষম্যবিরোধী ছাত্র–জনতার জুলাই–আগস্টের অভ্যুত্থান চলাকালীন এনটিএমসি ও বিটিআরসির কাছে থাকা সকল তথ্য (ডাটা) আলাদাভাবে অক্ষুন্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থাকে তদন্ত কাজে সহযোগিতা করতে দেশের সকল মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রভাইডারদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। খবর বাসসের।
অন্যদিকে, দৈনিক কালবেলা পত্রিকায় ৭৫ জনের সম্পদ বিবরণী ট্র্যাইব্যুনাল থেকে চাওয়া হয়েছে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ সংক্রান্ত কোন আদেশ ট্রাইব্যুনাল থেকে দেয়া হয়নি উল্লেখ করে সংবাদটির প্রতিবেদক আলী ইব্রাহিমকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ২০ জানুয়ারি হাজির হতে স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গতকাল এ সব আদেশ দেন। ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এ সব আদেশের বিষয়ে সাংবাদিদের জানান।