বাংলাদেশ মানবাধিকার কমিশন মহানগর দক্ষিণের নির্বাহী সভাপতি শফিউল আলম রানা ও সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামানের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পিতৃ-মাতৃহীন একজন নার্সিং শিক্ষার্থীকে ছয় মাসের শিক্ষা অনুদান প্রদান করেছেন। একই সাথে পরবর্তী ৩ বছরের সব খরচও বহন করার দায়িত্ব নেন। এই সময় শফিউল আলম রানার সহধর্মিণী রেহেনা বেগম ও মা ও শিশু হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।