এডভোকেট ফয়েজুর রহমানের ইন্তেকাল

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট ফয়েজুর রহমান (৯৪) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার বিকেলে নগরীর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। গতকাল বাদে এশা লালখান বাজার এলাকায় ১ম জানাজা, আজ মঙ্গলবার সকাল ১০ টায় কোর্ট বিল্ডিং চত্বরে ২য় জানাজা এবং বাদে আছর চন্দনাইশের বৈলতলীস্থ নিজ গ্রামে ৩য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে, এড. ফয়েজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া এড. ফয়েজুর রহমানের মৃত্যুতে নজরুল ইসলাম চৌধুরী এমপি, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি ঢাকার সভাপতি এডভোকেট মুরাদ রেজা, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এড. এএইচএম জিয়া উদ্দীন, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধনগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে কর্মশালা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি কানাডার সভা