এজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

আনোয়ারায় ব্র্যাক ব্যাংকের পরিচালনাধীন এক এজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ১০ টায় চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এজেন্ট ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওয়াশিম আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চাতরি চৌমুহনি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ওয়াশিম বাজারে একটি ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা। স্থানীয় জনৈক মোহাম্মদ লোকমান তার এজেন্ট ব্যাংকে গত এক বছর ধরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছেন। গত বুধবার সকাল দশটায় সে ৮ লক্ষ টাকার একটি চেক স্থানীয় চাতরির কৃষি ব্যাংকের শাখা থেকে উত্তোলন করে। সেই সাথে এজেন্ট ব্যাংকের লকারে থাকা ৪ লাখ ৬ হাজার টাকাসহ মোট ১২ লক্ষ ৬ হাজার টাকা নিযে পালিয়ে গেছে। গতকাল সারাদিন তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

মোহাম্মদ ওয়াশিম জানান, এ বিষয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, এজেন্ট ব্যাংক থেকে কর্মচারী টাকা নিয়ে পালিয়ে গেছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ সেটির তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধআসলাম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ
পরবর্তী নিবন্ধআসল পুলিশের হাতে ধরা পড়ল নকল পুলিশ