এখন থেকে প্রতিটি ওয়ার্ডে পাওয়া যাবে মৃত্যু সনদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

এখন থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ে মৃত্যু সনদও পাবেন নগরবাসী। আগে নগরীর ৪১ ওয়ার্ডের নাগরিকরা শুধুমাত্র সদরঘাট সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতাল থেকে মৃত্যু সনদ পেতেন। একটি মৃত্যু সনদ পেতে ১ থেকে ২ সপ্তাহ লাগত। এখন থেকে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে একদিনের মধ্যে মৃত্যু সনদ পাবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী আজাদীকে জানান, এখন থেকে নগরবাসী জন্মনিবন্ধন সনদের

মতো মৃত্যু সনদও পাবেন ওয়ার্ড কার্যালয়ে।

আগে নগরীর ৪১ ওয়ার্ডে যারা মারা যেতেন তাদের মৃত্যু সনদ দেওয়া হতো শুধুমাত্র সদরঘাট মেমন জেনারেল হাসপাতাল থেকে। আজ থেকে নগরীর ৪১ ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদের মতো মৃত্যু সনদও পাবেন নগরবাসী।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নির্বাচন এলে ধর্ম ব্যবহার করে কিন্তু ধর্মের জন্য কাজ করে না : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবারবার প্রকল্প সংশোধনে বিরক্ত প্রধানমন্ত্রী