এখনো ফিরেনি বাঁশখালীর ৫ জেলে

সাগরে ট্রলার ডুবি

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন সমুদ্রে গত ১৭ আগস্ট ভোররাতে ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারে থাকা ২০ জেলের মধ্যে ১৫ জেলেকে নানাভাবে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত ফিরে আসেনি বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের একই পাড়ার ৪ জেলেসহ ৫ জন। তাদের ফিরে না আসায় জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

গতকাল সোমবার পর্যন্ত ফিরে না আসা জেলেরা হলেন সরল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের মৃত রহমান আলীর পুত্র কামাল উদ্দিন, ফোরুখ আহমদের পুত্র রিয়াজ উদ্দিন, জাকের আহমদের পুত্র মোহাম্মদ রাইহান, মৃত ছৈয়দুল আলমের পুত্র সাহাব উদ্দিন এবং শীলকূপের মনকিচর এলাকার এজাহারের পুত্র আবু তাহের। ফিশিং বোট থেকে উদ্ধার হওয়া মোহাম্মদ মোরশেদ বলেন, বাদশা মাঝির নেতৃত্বে ছিলাম আমরা ২০ জন জেলে। সাগরের টেউয়ের কারণে বোটটি ডুবে যাওয়ার সময় আমরা নানা কিছু ধরে বাঁচার চেষ্টা করেছি। পরে ঢেউয়ের তোড়ে সবাই বিছিন্ন হয়ে যাই। এরপর বেহঁশ হয়ে পড়ি, উদ্ধার হওয়ার পর চিকিৎসা হয় হাসপাতালে।

জানা যায়, বাঁশখালীর চাম্বল বাংলা বাজার এলাকার জমির কোম্পানির মালিকাধীন এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলার নিয়ে ১৫ আগস্ট মাছ ধরতে বঙ্গোপসাগরে গেলে ১৭ আগস্ট ভোররাতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পর ২০ আগস্ট প্রথমে একটি মাছ ধরার ডিঙ্গি ভাসমান অবস্থায় ১৩ জন জেলেকে উদ্ধার করে। পরে অপর একটি ট্রলার থেকে আরও একজন এবং একই দিন সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে এফবি সাজেদা নামে ট্রলার থেকে আরও একজন জেলেকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট সমাধানে সাত প্রস্তাব
পরবর্তী নিবন্ধদেশে ৩ বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে