রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা গত শনিবার বিকেল থেকে কাজে যোগদান করেছেন। ইতোমধ্যে বেশ কিছু জিডিও নেয়া হয়েছে বলে জানা যায়। অন্যদিকে এখনো বন্ধ রয়েছে রাঙ্গুনিয়া মডেল থানার কার্যক্রম। তবে খুব দ্রুত থানার কার্যক্রম চালু হবে বলে জানান সংশ্লিষ্টরা।
গতকাল রোববার বিকেলে রাঙ্গুনিয়া থানায় গিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেলেও তারা সাধারণ পোশাকে ছিল। ফটকের বাইরে দুইজন সেনা সদস্যকে দেখা গেছে। তবে থানায় পুলিশের কার্যক্রম শুরু হতে সময় লাগবে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম। তিনি বলেন, এখনো অনেক পুলিশ সদস্য আসেননি। তাছাড়া থানায় অফিসিয়াল কাজ করে এই রকম অনেকই আসেননি।
এদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মুহাম্মদ হাসান থানার কার্যক্রম শুরুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা স্বাভাবিক নিয়মে পুলিশি কার্যক্রম শুরু করেছি। থানায় বেশ কয়েকটি জিডি নেয়া হয়েছে।
উল্লেখ্য, সামপ্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা এবং গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগসহ নানা কারণে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনায় আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও থানা ভবন পুড়িয়ে দেয়ার কারণে দেশের অধিকাংশ থানা ও ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তীতে গত ৬ আগস্ট থেকে সারাদেশের পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে। তাদের দাবিসমূহ পূরণ করবে মর্মে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি ত্যাগ করে পুলিশ সদস্যরা এখন কর্মস্থলে কাজ শুরু করেছেন।