এক হাজার ৯শ কেজি পলিথিন জব্দ

রিয়াজ উদ্দিন ও ফইল্যাতলী বাজারে অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

পৃথক অভিযানে এক হাজার ৯০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল নগরীর রিয়াজ উদ্দিন বাজার ও হালিশহর ফইল্যাতলী বাজারে অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়।

এর মধ্যে রিয়াজ উদ্দিন বাজার থেকে ১২০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এছাড়া পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আক্তারসহ ৫ সদস্যের টিম অংশ নেয়।

এদিকে হালিশর ফইল্যাতলী বজারের মোশাররফ স্টোর থেকে জব্দ করা হয় ৭০০ কেজি পলিথিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিপন্ন প্রজাতির ভালুকের দুটি শাবক উদ্ধার
পরবর্তী নিবন্ধদুইদিনে পেঁয়াজের দাম কেজিতে কমল ২০ টাকা