এক সপ্তাহে শনাক্ত ৭৪ সীতাকুণ্ডে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে উপজেলায় মোট ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুজনের। স্থানীয়রা জানান, চট্টগ্রামের প্রবেশদ্বার হওয়ায় সীতাকুণ্ডে শুরু থেকেই সংক্রমণের হার বেশি। এরপরও তেমন জনসচেতনতা দেখা যায়নি। সামাজিক দূরত্ব মেনে চলেছেন খুব কম লোকই। ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, সীতাকুণ্ডে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। সর্বশেষ গত সোমবার সকালে বাড়বকুণ্ড ইউনিয়নে শাহাদাত হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, এখানে করোনা দ্রুত ছড়াচ্ছে। কিন্তু সচেতনতা দেখা যাচ্ছে না। মানুষ স্বাভাবিক সময়ের মত ঘুরে বেড়াচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে একমঞ্চে আ.লীগের নেতারা
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে সরকার