চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী পিসি রোড়ের অসমাপ্ত কাজ পরিদর্শন করতে গিয়ে বলেছেন, জাইকার আর্থিক সহায়তায় পিসি রোডের সংস্কার কাজের যে অংশটুকু শেষ করা যায়নি তা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রেখে কাজ করতে নির্দেশনা প্রদান করেন। এসময় দায়িত্বরত প্রকৌশলী মেয়রের সাথে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।