এক শুক্রবারে বাইক দুর্ঘটনায় আহত, পরের শুক্রবারে মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাইক দুর্ঘটনায় আহত হাফেজ মোহাম্মদ রিদোয়ান (২৫) মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রিদোয়ান উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডেইল্যা পাড়ার শেখ আহমদের পুত্র।

জানা যায়, গত শুক্রবার (৭ মার্চ) চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের গোলাম নবী হাজির ঘাটা এলাকায় চট্টগ্রামমুখী বাইকের সাথে বিপরীতমুখী অজ্ঞাত গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাইকে থাকা মোহাম্মদ রিদোয়ানসহ তিন আরোহী গুরুতর আহত হন। অন্য আহতরা হলেন, একই ইউনিয়নের আলী সিকদার পাড়ার মো. মুছার পুত্র মো. তৌহিদ (২৫) ও মোবারক হোসেন বারেকের পুত্র ইয়াছির আরফাত (২১)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় আহত সবাইকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছিল।

পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রিদোয়ান পদুয়া বাজারের ব্যবসায়ী। প্রায় ছয় মাস পূর্বে তিনি বিয়ে করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ এলাকায় এনে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে বাস চাপায় নিহত রুহুল আমিনের পরিবারে সাহায্য প্রদান
পরবর্তী নিবন্ধপ্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার এখন কাজীর দেউড়ি বাজারে