দেশের ৬৮০টি সরকারি স্কুলে ভর্তির জন্য পাঁচ দিনেই আসন সংখ্যার আড়াইগুণ আবেদন জমা পড়েছে। এসব স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬৬২ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এবার। এর বিপরীতে গতকাল রোববার বিকাল পর্যন্ত আবেদন করেছে ২ লাখ ৫৩ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী। তারা মোট ৩ লাখ ৮৩ হাজার ৩১২টি পছন্দ দিয়েছে। অপরদিকে মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি ৩ হাজার ১৯৮টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৬ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। তারা পছন্দ দিয়েছেন মোট ২ লাখ ২৩২টি। খবর বিডিনিউজের।
সরকারি–বেসরকারি মিলিয়ে মোট ১১ লাখ ১৬ হাজার ৫৫৫টি আসনে শিক্ষার্থী ভর্তির জন্য ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ চলছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে।