এক যুগ পর গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মহিউদ্দিন বাবু। তিনি নগরীর বন্দরটিলা এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন আজাদীকে বলেন, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ এক যুগ মো. মহিউদ্দিন বাবু নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার পরবর্তী তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওবায়দুল হক প্রকাশ রাজুকে নগরীর বাকলিয়া এলাকা থেকে গত ১০ ডিসেম্বর গ্রেপ্তার করে র‌্যাব। তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই দিনের সফরে প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন সিইসি
পরবর্তী নিবন্ধওসির কাছে চাঁদা দাবি, কথিত সাংবাদিক গ্রেপ্তার