এক যুগের ভাবনায় ‘গোলাপের নাম’ আনল মেঘদল

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

দীর্ঘ ১২ বছর আগে যে গানটির কথা ভেবে রেখেছিলেন ‘মেঘদল’ ব্যান্ডের গায়ক গীতিকার ও সুরকার শিবু কুমার শীল, এবার সেই গানটি সামনে এসেছে। শিবু গ্লিটজকে জানিয়েছেন ‘গোলাপের নাম’ গানটির ভিডিও চিত্র এসেছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ অন্যান প্ল্যাটফর্মগুলোতে। খবর বিডিনিউজের।

এটি মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানার’ সপ্তম গান, গানটির কথা ও সুরও করেছেন গায়ক শিবু। আর ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য সৌরভ সরকার।

এর আগে তিনি ‘মায়া সাইকেল’ গানের ভিডিও চিত্রেরও নির্দেশনা দিয়েছেন। উমবার্তো ইকোর উপন্যাস ‘দ্য নেম অব দ্য রোজ’ বাংলায় অনুবাদ করেছিলেন অনুবাদক জি এইচ হাবিব। তিনি বাংলা উপন্যাসের নাম রেখেছিলেন ‘গোলাপের নাম’। ওই নামটি থেকে তার গানের নামকরণ হয়েছে বলে জানিয়েছেন শিবু। তবে উপন্যাসের সঙ্গে গানের আর কোনো সম্পর্ক নেই বলেও ভাষ্য তার। গানের পেছনের গল্পটা কেমন জানতে চাইলে শিবু গ্লিটজকে বলেছেন, সে কথা বলতে হলে ফিরতে হবে ১২ বছর আগে। গায়ক শিবুর কথায়, বরাবরের মত একটা লম্বা সময় ধরে ‘গোলাপের নাম’ গানটি তারা বহন করে এসেছেন, এখন সেটি শ্রোতা দর্শকদের সামনে এসেছে আনুষ্ঠানিকভাবে। তিনি বলেন, যেভাবে গানের শুরু হয়েছিল সেখানে গানটি আর থাকেনি। এর মাঝে চলেছে নানাবিধ কাটছাঁট। বেশ কবার এর খোলনলচে বদলে গেছে। গানের ভিডিও চিত্র নির্মাণে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিবু। তার কথায়, অ্যালুমিনিয়ামের ডানার সপ্তম গান হিসেবে প্রকাশিত এই গান যদি শ্রোতাদের ভালো লাগে তবে আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্মলেন্দু চৌধুরী স্মরণে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা ২৩ এপ্রিল
পরবর্তী নিবন্ধ২ বছর পর ফিরছে ‘ঢাকা রক ফেস্ট’