এক মাস পর কাল শুরু হচ্ছে উৎপাদন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

কয়লা সংকটে প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল রবিবার থেকে পুনরায় উৎপাদন শুরু হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের। আগামীকাল ১ ডিসেম্বর এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালু হবে বলে জানিয়েছেন এই কেন্দ্রের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান। মাতারবাড়ীর কয়লা ভিত্তিক ১২০০ মেগাওয়াটের (৬০০ মেগাওয়াটের দুটি) বিদ্যুৎ কেন্দ্র দুটি কয়লা সংকটে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর গত ২৭ নভেম্বর এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে নিজস্ব জেটিতে ভিড়েছে। এরপর শুরু হয় কয়লার খালাস কার্যক্রম। কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসছে বলে বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান আজাদীকে জানান, আমরা প্রথমে ১ ডিসেম্বর রবিবার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু করবো। এর পর দ্বিতীয় ইউনিট চালু হবে। ২৮ নভেম্বর বিকেলের দিকে জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। মেঘনা গ্রুপের আমদানি করা এটিই প্রথম কয়লার চালান। কয়লার জোগান আসায় এখন বিদ্যুৎ উৎপাদনে আর কোনো সমস্যা নেই। এর আগে গত ২৭ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের ইউনিট কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে কয়লা আনার চুক্তি হয়। জাপানি এই প্রতিষ্ঠানটির সঙ্গে গত আগস্টে চুক্তি শেষ হয়েছে।

সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই নিয়ম অনুযায়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা ক্রয় আটকে যায়। প্রসঙ্গত, ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে উৎপাদনে আসে। বাকি ৬০০ মেগাওয়াটের ইউনিটটি ২০২৩ সালের ডিসেম্বরে চালু হয়। কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে ২২ লাখ ৫ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে টেক্সি দুমড়ে মুচড়ে শিক্ষার্থী নিহত
পরবর্তী নিবন্ধনিখোঁজের একদিন পর সাগরিকায় মিলল মরদেহ