এক মাস আগের কৃষি জমি এখন ডোবা রাঙ্গুনিয়ায় টপ সয়েল কাটা থামছে না

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের বাইশ্যের ডেবা এলাকায় যেদিকে চোখ যায় ডোবা আর ডোবা। এর মাঝে সমান্তরাল কিছু জায়গায় ধান আবাদ করা হয়েছে। এতে বুঝা যায়, টপ সয়েল কাটতে কাটতে একসময়ের কৃষি জমিগুলো এখন ডোবায় পরিণত হয়েছে। এরপাশেই দুটি স্কেভেটর দিয়ে একের পর এক কৃষি জমির মাটি কেটে পাচার করা হচ্ছে। অথচ গেল এক মাস আগেও সমান কৃষি জমি ছিল এবং ইতিপূর্বে এই জমিগুলোতে আমন আবাদ হয়েছিল। এভাবেই মাত্র কয়েক মাসেই এই স্থানের কয়েকশো কানি কৃষি জমি গভীর করে কেটে ডোবায় রূপ দেয়া হয়েছে। এতে চলতি বোরো মৌসুমে বিশাল এলাকাজুড়ে আবাদ হয়নি বৃহত্তর এই বিলটিতে। দিনের বেলা পারুয়া ডিসি সড়কের পাশে প্রকাশ্যে কৃষি জমির মাটি কাটার মহাযজ্ঞ চললেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্টদের।

শুধু এই বাইশ্যের ডেবা এলাকাতেই নয়, একইভাবে উপজেলার পারুয়া, স্বনির্ভর রাঙ্গুনিয়া, রাজানগর, ইসলামপুর ইউনিয়নসহ দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে প্রকাশ্যে টপসয়েল কাটার মহাযজ্ঞ চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। জানা যায়, ফসলি জমির টপ সয়েল কাটার ওপর নিষেধাজ্ঞা থাকলেও পরিবেশ আইন অমান্য করে স্কেভেটর দিয়ে ফসলি জমির টপ সয়েল কাটা হচ্ছে। কৃষকদের লোভের ফেলে মৌসুমী মাটি ব্যবসায়ীরা উঁচু জমি নিচু করে দেয়ার কথা বলে টপ সয়েল কাটার কার্যক্রম চালায়। এসব মাটি কেটে নিকটস্থ ইটভাটা কিংবা অন্যান্য ফসলী জমি ভরাট করে স্থাপনা নির্মাণের কাজে ব্যবহার করেন। ফলে ধ্বংস হচ্ছে কৃষি জমি। জমিগুলো একের পর এক ডোবা নালা ও বদ্ধ জলাশয়ে পরিণত হচ্ছে। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। প্রভাবশালী মহল এই মাটি কাটার সাথে জড়িত।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ফসলী জমির টপ সয়েল কাটলে কৃষি জমির অপূরণীয় ক্ষতি হয়। এই ক্ষতি দীর্ঘ বছরেও পূরণ হওয়ার নয়। তাই জনস্বার্থে এভাবে ফসলী জমির মাটি কাটা এবং অপরিকল্পীত স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, কৃষি জমির টপ সয়েল কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এরসাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। বাইশ্যের ডেবা এলাকাসহ যেখানেই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালানো হবে, সেখানেই ব্যবস্থা নেবে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র রমজান শুরু
পরবর্তী নিবন্ধনগরে আ. লীগ যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার