এক মাসে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে গত একদিনে আরও ২ হাজার ৩২২ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের। শনাক্ত রোগীর এই সংখ্যা গত ৫ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ২৯ এপ্রিল এর চেয়ে বেশি ২ হাজার ৩৪১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে মৃত্যুর ওই সংখ্যাও গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ৯ মে দেশে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল। সেদিন করোনায় ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন হয়েছে। আর করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯১৩ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১০টি ল্যাবে ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা। গতকাল নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ২৭ জন পুরুষ আর নারী ১৭ জন। তাদের ৩৭ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধউচ্ছেদেও থামছে না দখল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও দুই মৃত্যু