এক মাসের মধ্যেই সঙ্গী পেল চিড়িয়াখানার পুরুষ জলহস্তী

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১:০৭ অপরাহ্ণ

কিছু দিন একা থাকার পর সঙ্গী পেলো চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীবহরে নতুন যুক্ত হওয়া পুরুষ জলহস্তী ‘লালপাহাড়’। ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামে আসে লালপাহাড়ের সঙ্গী ‘জলপরী’।

গত ২১ সেপ্টেম্বর লালপাহাড়কেও ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়। ‘প্রাণী বিনিময়’ প্রক্রিয়ার অংশ হিসেবে রংপুর চিড়িয়াখানায় এক জোড়া বাঘ পাঠিয়ে এর বিনিময়ে জাতীয় চিড়িয়াখানা থেকে এ জলহস্তী দম্পতিকে পেয়েছে চট্টগ্রাম।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. সাহাদাত হোসেন শুভ আজাদীকে বলেন, লালপাহাড়ের বয়স ১২ বছর। তার সঙ্গী স্ত্রী জলহস্তী জলপরীর বয়স ৯ বছর এবং ওজন ৯০০ কেজি।

‘আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুই বছর বয়সী এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানাকে দিয়েছি। বিনিময়ে ঢাকা থেকে একজোড়া জলহস্তী পেয়েছি। ঢাকা ও রংপুর চিড়িয়াখানা পরিচালনা করে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। আর চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা করে জেলা প্রশাসন। সেজন্য আমরা রংপুরকে বাঘ দিলেও মন্ত্রণালয় ঢাকা থেকে আমাদের জন্য জলহস্তীর ব্যবস্থা করেছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২১৭৫ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা
পরবর্তী নিবন্ধ৩ কোটি টাকার আফিমসহ র‌্যাবের জালে পাচারকারী