এক ভাইয়ের মামলায় কারাগারে অপর দুই ভাই

পিতার স্বাক্ষর জালিয়াতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

পিতার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এক ভাইয়ের দায়ের করা মামলায় অপর দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, নগরীর উত্তর কাট্টলী এলাকার মৃত সতীশ চন্দ্র দে’র ছেলে ননী গোপাল দে ও সজল চন্দ্র দে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে দুই ভাইকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

বাদীর আইনজীবী মোশরেছ উল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই ভাই আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পিতার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ২০২০ সালের ৬ এপ্রিল তপন কুমার দে তার ভাই ননী গোপাল দে ও সজল চন্দ্র দে’র বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। এরপর চলতি বছরের ৯ এপ্রিল সিআইডি প্রতিবেদন দাখিল করেন। পরে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ডিস্ট্রিক্ট রোটাবর্ষের ইয়ার লঞ্চিং প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধপবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব