এক ভবনে ৮ প্রতিষ্ঠানে চুরি, নিল টাকা, নষ্ট করল ফুটেজ

মাঝিরঘাট স্ট্র্যান্ড রোড

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:১৬ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাটের মাঝিরঘাট স্ট্র্যান্ড রোডের কবির ম্যানশনে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ভবনটির ৪ ও ৫ তলায় এ ঘটনা ঘটে। এ দুটি ফ্লোরে মূলত ঠিকাদারি, শিপিং ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চোরেরা কবির ম্যানশনের ৪ ও ৫ তলার মোট ৮টি প্রতিষ্ঠানের দরজা, ড্রয়ার, লকআপ ভেঙে ফেলেছে। এছাড়া নগদ টাকা নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ব্যবসায়ী হামিদ হাসান আজাদীকে জানান, ৫ তলায় তার ঠিকাদারি ও ফুয়েল সাপ্লাই সংক্রান্ত দুটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে মিয়ামি মেরিন লিমিটেড ও ফুয়েল প্রতিষ্ঠান হচ্ছে সীলাইন কর্পোরেশন। এ দুটি অফিস থেকে নগদ ১ লাখ ৫৭ হাজার টাকা চুরি হয়েছে। তিনি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকেও নগদ টাকা চুরি হয়েছে। চুরির বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য নিয়ে গেছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজাদীকে বলেন, একটি ভবনে চুরির ঘটনা ঘটেছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধহিটু শেখের জবানবন্দি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার দুই যুবককে কুপিয়ে জখম করল সন্ত্রাসীরা