এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড

জাল নোটসহ ধরা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় জাল নোটসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. আবুল কাশেম। তিনি কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন

না। তিনি জামিনে গিয়ে পলাতক। এজন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২২ এপ্রিল বাকলিয়া থানাধীন রাজাখালী ব্রিজ এলাকা থেকে ১ হাজার টাকার ২৮টি জাল নোটসহ মো. আবুল কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বাকলিয়া থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে বিচারক ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধএবার হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি
পরবর্তী নিবন্ধআরও ৪ এজেন্সির ৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক