এক বছরের ব্যবধানে রপ্তানির চেয়ে আমদানি বেড়েছে

চট্টগ্রাম বন্দর

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৪:০৭ পূর্বাহ্ণ

এক বছরের ব্যবধানে দেশে রপ্তানির পরিমাণ কমলেও বেড়েছে আমদানি। চট্টগ্রাম বন্দরের গত বছরের সেপ্টেম্বর মাসের কন্টেনার হ্যান্ডলিংয়ের সাথে চলতি বছরের সেপ্টেম্বর মাসের কন্টেনার হ্যান্ডলিংয়ের তুলনামূলক বিশ্লেষণ করে উপরোক্ত চিত্র পাওয়া গেছে।

বন্দর সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৬৮ হাজার ৭৪৬ টিইইউএস কন্টেনার পণ্য রপ্তানি হয়েছে। অথচ গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৭৫ হাজার ৬০৩ টিইইউএস কন্টেনার পণ্য। এক বছরের ব্যবধানে বন্দর দিয়ে পণ্য রপ্তানি কমেছে ৬ হাজার ৮শ’ ৫৭ টিইইউএস পণ্য।

অপরদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৩০ হাজার ৯৫ টিইইউএস কন্টেনার পণ্য। অথচ গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ১ লাখ ১৭ হাজার ৪০২ টিইইউএস কন্টেনার পণ্য। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১২ হাজার ৬শ’৯৩ টিইইউএস কন্টেনার পণ্য। এটি শুধু বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের হিসাব বলে উল্লেখ করে সূত্র বলেছে যে, দেশের আমদানি রপ্তানির অন্ততঃ ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

দেশের রপ্তানি কমার জন্য বৈশ্বিক সংকট, ট্রাম্প প্রশাসনের শুল্ক অস্থিরতাসহ বিভিন্ন বিষয়কে দায়ী করা হয়েছে। অপরদিকে আমদানি বাড়ার ক্ষেত্রে গত বছরের ডলার সংকটের পরিস্থিতি চলতি বছর উন্নতির দিকে থাকায় আমদানিতে গতি আসে বলেও সূত্র মন্তব্য করেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান শিক্ষক, অধ্যক্ষ নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে : শিক্ষা উপদেষ্টা
পরবর্তী নিবন্ধজাবেদের চট্টগ্রামের ৬ ফ্ল্যাট, মার্কেট ও ভবন ক্রোকের আদেশ