এক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

গাজার জেতুন এলাকায় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি পরিবারের ১১ জনকে হত্যা করেছে। আট দিন আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি ফিলিস্তিনি ছিটমহলটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী সহিংসতার ঘটনা। গাজার সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর ছোড়া ট্যাংকের একটি গোলা আবু শাবান পরিবারের সদস্যদের বহনকারী বেসামরিক গাড়িতে আঘাত হানে, এতে গাড়িতে থাকা শিশু ও নারীসহ ১১ জন নিহত হন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতের মধ্যে শিশু সাতজন, নারী তিনজন এবং একজন পুরুষ। হামাস এই হামলাকে ‘হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের ইসরায়েলের ওপর চাপ দিতে বলেছে। হামলার সময় পরিবারটি এমন এলাকায় ছিল, যেটি শান্তি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাদের ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর বিডিনিউজের।

শনিবার গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী বন্দি বিনিময় অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচীনের ওপর ১০০% শুল্ক টেকসই নয়, কিন্তু ওরাই বাধ্য করেছে : ট্রাম্প
পরবর্তী নিবন্ধরক্তক্ষয়ী লড়াইয়ের পর শান্তি আলোচনায় বসছে আফগানিস্তান, পাকিস্তান