এক নারী উদ্যোক্তার সংগ্রামের গল্প

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

সব বাধা পেরিয়ে সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প ‘প্ল্যাটফর্ম’। নাটকটি রচনা করেছেন আনজীর লিটন এবং প্রযোজনা করেছেন মনিরুল হাসান। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, ফারজানা ছবি, উপমা, সায়েম সামাদ, নওশীন দিশা, মৌমিতা, লিটন খন্দকার, শ্যামল জাকারিয়া, মনু মাসুদ প্রমুখ। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে নাটকটি।
প্রযোজক মনিরুল হাসান জানান, নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা এক তরুণীর গল্প এটি। স্বপ্ন দেখা তরুণীর নাম আনিকা। করোনাকালে চলে যায় বাবার চাকরি। দুই বোন আর বাবা-মায়ের সংসারের হাল ধরতে আনিকা বেছে নেয় অনলাইনে জামা-কাপড় বিক্রির ব্যবসা। নিজের একটা ফেসবুক পেজ খোলে। নিজেকে নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা শুরু করে। পরিচয় হয় এক তরুণ বন্ধুর সঙ্গে। একপর্যায়ে দু’জনের মধ্যে মানসিক দ্বন্‌দ্ব শুরু হয়। নিজের অবস্থানকে দৃঢ় করতে আনিকা একটা প্ল্যাটফর্ম খুঁজতে থাকে। দেশের মানুষের কাছে সে তার অস্তিত্বের কথা জানাতে চায়। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আনিকা বলতে চায়, এইতো আমি, সফল আমি।

পূর্ববর্তী নিবন্ধঅঙ্কিতার বিয়ের পরিকল্পনা ফাঁস!
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগাং ডাউনটাউনের বৃক্ষরোপণ কর্মসূচি