এক দিনে দুই চালকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুন, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরীতে এক দিনে দুই চালক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বন্দর ও আকবরশাহ থানা এলাকায় এসব ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে আকবরশাহ থানার রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় বিষপান করে সাইফুল ইসলাম (৩০) নামে এক রিকশা চালক আত্মহত্যা করেছেন। বিকাল পৌনে ৫টার দিকে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার টেকের মোড়ে মো. মফিজুর রহমান (৪৫) নামে এক টমটম চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জানা যায়, রোববার বিকাল পৌনে ৫টার দিকে নিজ ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় মফিজের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মফিজ ওই এলাকার আব্দুর সবুরের ছেলে। এ বিষয়ে চট্টগাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া আজাদীকে জানান, বিকাল ৫টার দিকে মফিজুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আকবরশাহ থানার রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় সাইফুল ইসলাম (৩০) নামে এক রিকশা চালক বিষ পান করে আত্মহত্যা করেছেন। গতকাল বেলা ১টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে হাউজিং সোসাইটির পাশের রোডে বিষ খাওয়া অজ্ঞাত সাইফুলকে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন।
আকবরশাহ থানার এএসআই মো. জুবায়ের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে যাওয়ার কিছুক্ষণ পর মারা যায় সাইফুল।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বিষ পান করা সাইফুলকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। সেখানে ভর্তি করানোর কিছুক্ষণ পরই সে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধকোটিপতি চোর থেকে স্বর্ণ কেনায় একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপরিবেশ অধিদপ্তরের পাশেই কাটা হচ্ছে পাহাড় !