কুষ্টিয়া শহরে এক রশিতে ঝুলন্ত অবস্থায় বাবা–ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে শহরের মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়া বাসা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা জানান। নিহতরা হলেন– সদর উপজেলার পশ্চিম মজমপুর গ্রামের স্বর্ণকার মধু (৪২) এবং তার একমাত্র ছেলে মুগ্ধ (৭)। খবর বিডিনিউজের।
পরিবার জানায়, হিন্দু ধর্মাবলম্বী মধু ১০ বছর আগে মুসলিম ধর্মাবলম্বী শেফালী খাতুনকে বিয়ে করেন। তখন মধু মুসলিম ধর্ম গ্রহণ করেন। এ কারণে বাবা–মায়ের পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন। শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাসা ভাড়া নিয়ে তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন। শেফালীর বাবার বাসা শহরের আলফার মোড় এলাকায়। মধুর স্ত্রী শেফালী খাতুন বলেন, সকালে বাবার বাড়ি থেকে ছেলে মুগ্ধকে স্কুলে ভর্তি করার কথা বলে আমার স্বামী বাসায় নিয়ে আসেন। এরপর দুপুরে অনেকবার মোবাইলে কল করলেও সে রিসিভ করেনি। পরে বিকালের দিকে বাবার বাড়ি থেকে বাসায় এসে দেখি দরজা–জানালা বন্ধ। তখন স্থানীয়রা জানালা ভেঙে দেখে দুজনের মরদেহ ঝুলছে।