ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী গরীব মানুষের চিকিৎসা সেবায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে রাউজানের অসহায় রোগাক্রান্ত মানুষকে এক টাকা টোকেন মানিতে দেবেন ওষুধ। গতকাল শুক্রবার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি এই
কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ফাউন্ডেশনের পক্ষে সব সময় দুর্গত মানুষের সেবা দিতে প্রস্তুত রয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা রোগ নিয়ে পথে পথে ঘুরে বেড়ান, ঔষধ কেনার টাকার যোগাড় করতে না পারার কারণে। অনেক মা বোন আছেন অসুস্থ শিশু নিয়ে ঔষধের
টাকার জন্য হাটবাজারে মানুষের কাছে হাত পাতেন। আমাদের এই উদ্যোগ সেসব মানুষের জন্য। যারা অসুস্থ অসহায় মানুষ তাদের এক টাকায় ঔষধ কেনার দোকান নির্দিষ্ট করে রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির
উদ্দিন পারভেজ, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, সুমন দে, সারজু মোহাম্মদ নাছির, সওকত হোসেন, মোজেম্মেল হক খোকন, দিপলু দে দিপু প্রমুখ।