এক জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্ত!

| বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

এক জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্ত করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। আপনি যদি এই কলে থাকেন তাহলে আপনি দুর্ভাগা সেই দলের সদস্য যাদের ছাঁটাই করা হচ্ছে,ওই জুম কলে এমনটাই বলেছেন মর্টগেজ ফার্ম বেটার ডটকমের প্রধান নির্বাহী বিশাল গার্গ। ওই কলটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিশালের এই কাণ্ডকে ‘শীতল’, ‘রূঢ়’ ও ‘ভয়াবহ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। বড়দিনের উৎসবের আগে আগে এমনটা পুরোপুরিই অমানবিক, বলছেন তারা। শেষবার যখন এমনটা করেছিলাম, তখন কেঁদেছিলাম, জুম কলে বরখাস্তের ঘোষণা দেওয়ার সময় বলেন বিশাল। ইশ, যদি খবরটা অন্যরকম হতো, যদি আমরা ভালো করতে পারতাম, কর্মীদের দক্ষতা ও উৎপাদনশীলতায় ঘাটতি এবং বাজারের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারাকে কারণ হিসেবে দেখিয়ে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে বলেন, বেটার ডটকমের প্রধান নির্বাহী।

পূর্ববর্তী নিবন্ধ২০২০ সালে ম্যালেরিয়ায় ৬৯ হাজার বেশি মৃত্যু
পরবর্তী নিবন্ধআইনের ঊর্র্ধ্বে কেউ নয়, সু চিকে নিয়ে বললেন জান্তার মন্ত্রী