এক জীবনে একবার মানুষ ভাবো

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

তোমার হাতে যখন থেকে হাত রেখেছি, সেই থেকে অপরাধের শুরু।

তোমার চোখে যেই চোখ রেখে নির্ভরতা দিয়েছি,

সেই থেকে অভিমান ঝর্ণাধারার মতো বহমান হলো।

তোমার বুকে বুক রেখে যখন বলেছি, এটাই বিশ্বাস,

সেই থেকেই জীবন নষ্ট হতে শুরু করলো।

ভেবেছিলাম, বিশ্বাস নিয়ে বাঁচবো।

বিশ্বাসেরও কি সাপের দাঁতের মতো বিষাক্ত ছোবল আছে?

আমাকে সে ছোবল মেরেছে, ছোবল মেরেছে ভরা অমবস্যায়।

পেরিয়ে গেছে মিলিয়নবিলিয়ন ব্ল্যাকহোল।

চারিদিকে এতো আঁধার, আহা, এত যে আঁধার,

আমি আর কখনো জোছনার সারথি হতে পারবো না।

এক জীবন এতো ছোট কেন,

একবার গেলে আর ফিরে আসে না,

চাঁদের মতো ঘুরে ঘুরে নক্ষত্রের অনাবিল চক্রের শূন্যতায় হারিয়ে যায়,

কেবলই হারায় অনন্তে।

আমাকে তুমি মানুষ ভাবোনি, মানুষের মতো বেঁচে থাকা

তোমার বুকের ভেতর আগুন জ্বেলেছিল,

তাই আমাকে নিয়ে সাপলুডু খেলেছো দিগন্তে উড়ে আসা মেঘের মতো।

এক জীবনে একবার আমাকে মানুষ ভাবো, আমার জীবনকে জীবিত রাখো,

আমাকে তোমার মতো হিপোক্রেট করো না, এই মিনতি করি করজোড়ে।

পূর্ববর্তী নিবন্ধছোট্ট ছেলে রাসেল
পরবর্তী নিবন্ধএই আমি