এক জাহাজে সোয়া দুই কোটি লিটার সয়াবিন তেল

আজকের মধ্যে খালাস সম্পন্ন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ মে, ২০২২ at ১১:১৭ অপরাহ্ণ

দেশে সয়াবিন তেলের তীব্র সংকটের মুখে দুই কোটি লিটারেরও বেশি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি মাদার ভ্যাসেল। আজকের মধ্যে জাহাজটির তেল খালাস পুরোটা সম্পন্ন হবে।

২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল নিয়ে আসা জাহাজটি দেশের ভোজ্য তেল সংকটের ক্ষেত্রে বড় ধরণের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ নামের জাহাজটিতে বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও সেনা কল্যাণ এডিবল অয়েল লিমিটেড কোম্পানি সয়াবিন তেল আমদানি করেছে।

চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জাহাজটির তেল খালাস প্রায় শেষ পর্যায়ে বলে স্বীকার করেন।

ক্রুড হিসেবে আমদানিকৃত সয়াবিন তেলগুলো পতেঙ্গাস্থ কাস্টমস বন্ডেন্ড ট্যাংক টার্মিনালে খালাস করা হচ্ছে। এখান থেকে কারখানায় নিয়ে তেলগুলো পরিশোধন করা হচ্ছে। ইতোমধ্যে তেলগুলো বাজারে সরবরাহ শুরু হয়েছে বলেও সূত্র জানায়।

সূত্র জানিয়েছে, দেশে প্রতিদিন গড়ে ৩০ লাখ লিটারের মতো তেলের চাহিদা রয়েছে। ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল দিয়ে অন্তত ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব বলেও সংশ্লিষ্টরা জানান।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে বীর মুক্তিযোদ্ধারা পেলেন ঈদ উপহার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত