এক কেজি আইসসহ পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

এক কেজি আইস সহ মো: ইউনুস (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে টেকনাফ পৌর নাইট্যং পাড়া এলাকা হতে আটক করা হয়। সে স্থানীয় সৈয়দ হোসেনের ছেলে। কঙবাজার র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো: বিল্লাল উদ্দীন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ পাহাড়ে আবার হবে অভিযান
পরবর্তী নিবন্ধটিসিবির পণ্য নিতে হুড়োহুড়ি, হাতাহাতি