নগরের পাহাড়তলীতে এক কাভার্ডভ্যান তামাক (সিগারেটের কাঁচামাল) জব্দ করেছে সেনাবাহিনী। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আজ সোমবার তা কাস্টমসের কাছে হস্তান্তর করবে।
পুলিশ জানায়, জব্দকৃত তামাকের পরিমাণ আনুমানিক ৫ টন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলর এসব তামাক এনেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়তলী থানার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মোড় থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি চালালে তামাক পাওয়া যায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ গত রাতে আজাদীকে বলেন, সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা কাস্টমসে হস্তান্তর করব। তারা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।