একেএমবির ২ দিনব্যাপী দরসুল কোরআন মাহফিল আজ শুরু

| শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে আগামী আজ ১ ও কাল ২ মার্চ নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে ২১তম পবিত্র দরসুল কোরআন মাহফিল। এ উপলক্ষে গতকাল মোমিন রোডস্থ সালমা ভবন (২য় তলা) শহীদ হালিম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ। প্রস্তুতি কমিটির আহ্বায়ক স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনআঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন, ট্রাস্টি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন, কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, আবু ছাদেক ছিটু, আহমদ রেজা, রাসেদুল ইসলাম রাসেল, তারেক বিন আহমদ, আব্দুল্লাহ ইকবাল ও সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়২ দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে শুক্রবার বিকেল ২টায় কেবলই মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে এবং ২ মার্চ সকাল ৮ টায় শিশুকিশোর সমাবেশ এবং বিকেল ২টায় দরসুল কোরআন মাহফিলের মূল দরস অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন রোধে সরকারীভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ, পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করাসহ ৭ দফা দাবি পেশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল চেয়ে ক্লাব প্রতিনিধিদের চিঠি
পরবর্তী নিবন্ধইউএসটিসির ১৯২তম সিন্ডিকেট সভা