একুশ

মনজু আলম | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

বুকের ভাষা মুখের ভাষা

চাইলো নিতে কেড়ে,

রাষ্ট্র ভাষা উর্দু হবে

বাংলা যাবে হেরে!

বাংলা মায়ের দুঃসাহসী

আমজনতা ছাত্র,

করল প্রোটেস্ট ধরল স্লোগান

যেই শুনেছে মাত্র।

মিটিং হল, হল মিছিল

অসহযোগ হরতাল,

চলল গুলি ঝরল জীবন

দেশটি তখন উত্তাল।

দিনটি একুশ ফেব্রুয়ারি

উনিশ বাহান্নোতে,

উর্দু ভেসে গেলো সেদিন

আন্দোলনের স্রোতে।

বুকের রক্ত ঢেলে দিল

সালাম রফিক জব্বার

বাংলা এখন তোমার আমার

এই পৃথিবীর সব্বার।

এই যে এখন বাংলা বলি

গর্ব লাগে বুকে,

মায়ের ভাষায় মা কে ডাকি

কী যে অপার সুখে !

পূর্ববর্তী নিবন্ধচিঠি
পরবর্তী নিবন্ধআত্মিক টানের জন্য অপেক্ষা