একুশ আমার বোধের বিকাশ
হার না মানার শিক্ষা,
স্বকীয়তায় বাঁচার দাবী
প্রতিবাদের দীক্ষা।
একুশ আমায় বাঁচতে শিখায়
বিভেদ নীতির উর্দ্ধে,
লড়তে শেখায় অবিচার ও
দমন নীতির যুদ্ধে।
একুশ আমার বাংলা ভাষা
জাতির সেরা গর্ব ,
রক্ত ঋনে ছিনিয়ে আনা
যুদ্ধ জয়ের পর্ব ।
একুশ আমার অলোর মিছিল
প্রভাত ফেরীর গান যে,
ন্যায়ের পথে দীপ্ত শপথ
দেয় চেতনায় শান যে।