একুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়াকার সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়াজাদুকর সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বু্‌ড্িডস্টস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। উদ্বোধক ছিলেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রাবন্ধিক সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক গল্পকার বিপুল বড়ুয়া ও শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া। বক্তারা বলেন, সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া শুধু চট্টগ্রামের নয়, সমগ্র দেশের সম্পদ। তাদের রচনা আগামী প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ।

বক্তব্য দেন, সম্মমাননা প্রদান উদযাপন পরিষদের সমন্বয়কারী জয়সেন বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন ইউপি সদস্য রণজিৎ কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক রিটন বড়ুয়া, পল্টন দেব, দেব প্রিয় বড়ুয়া দেবু প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হয়।

এর আগে প্রথম পর্বে আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সহসভাপতি সদ্ধর্মধারী বিনয়পাল মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সহসভাপতি শাসনানন্দ মহাস্থবির। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় পরিষদের সাধারণ সম্পাদক রাষ্ট্রপাল স্থবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানুপুর-খিরাম ইউপি নির্বাচন প্রতীক নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ