একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে হে চিরঞ্জীব শিরোনামে বঙ্গবন্ধু স্মরণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। সজল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শব্দসৈনিক আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি অঞ্চল চৌধুরী, সজল চৌধুরী, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, আবৃত্তিশিল্পী ফারুক তাহের। অনির্বাণ চৌধুরীর পরিচালনায় ছিল একক আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ছিলেন অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, ফারুক তাহের, মিশু ভট্টচায্যর্, শাহরিয়ার তানজিম, উম্মে সালমা নিঝুম, উমেসিং মারমা, ঐশী পাল, তারমিন পুষ্পা, অনন্যা দাশ, রাজেশ্বরী চৌধুরী, শ্রাবন্তী বড়ুয়া। একুশের সদস্যরা আবৃত্তি পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন আলপনা বড়ুয়া ও রাজেশ কর। প্রেস বিজ্ঞপ্তি।