একুশের সৃষ্টি সুখের উল্লাসে

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শিরোনামে ৭ম বর্ষপূর্তি উৎসবের আয়োজন করে। বর্ণাঢ্য উৎসবে ছিলো সুধীজনের আশীর্বাণী, একক আবৃত্তি, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, ছড়া পাঠ, কবিতা পাঠ, দলীয় নৃত্য, মূকাভিনয় মঞ্চ নাটক, পাপেট শো, রক্তের গ্রুপ ও চাপ নির্ণয় কর্মসূচিসহ নানা আয়োজন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শুরু হয় এবং একুশ সদস্যদের অংশগ্রহণে ছিল সমবেত আবৃত্তি ‘সৃষ্টি সুখের উল্লাসে’। অনির্বাণ চৌধুরী জিকুর পরিচালনায় অতিথি ছিলেনজাহেদ আহাম্মদ, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি মালেক মুস্তাকিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। সভাপতিত্ব করেন আলপনা বড়ুয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠনের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে। উৎসবে কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবিরা। দলীয় নৃত্য পরিবেশন করে মাধুরী এবং সুরাঙ্গন। পরে একক সংগীত, নাটক, মূকাভিনয়, পাপেট শো পরিবেশিত হয়। একুশকে শুভেচ্ছা ও উপহার প্রদান করে বিভিন্ন সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাপসের কথা-সুরে মিমির গান
পরবর্তী নিবন্ধজেনেশুনেই প্রতারণায় সামিল!