একুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে

উত্তর জেলা আ.লীগের সভায় এম এ সালাম

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেছেন,অনেক ত্যাগের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে। নিজের ভাষার জন্য রক্ত দেয়ার ইতিহাস বাঙালি ব্যতীত আর কোন জাতির ইতিহাসে নেই। তিনি বলেন, ৫২ এর রক্তস্নাত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে। তিনি গতকাল মঙ্গলবার উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে স্মরণে সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সহ সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো.আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, অ্যাড এম এ নাসের চৌধুরী,আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ,প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আবু তালেব, মো মহিউদ্দিন, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, হারুন অর রশীদ, রওশন আরা রত্না, নাছির উদ্দিন রিয়াজ,ফয়েজ আহমেদ বাদল, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার
পরবর্তী নিবন্ধএকুশের চেতনায় রুখতে হবে সকল অপশক্তি : অনুপম সেন