একুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে

আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মহান ভাষা আন্দোলনের সময়ে আমি কলেজিয়েট স্কুলের ছাত্র হিসেবে সিনিয়রদের সাথে মিছিলে অংশগ্রহণ করেছিলাম; যা চিন্তা করলে নিজেকে গর্বিত মনে হয়, ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, ৫২-এর রক্তস্নাত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এড ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, মো আলী শাহ, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, প্রদীপ চক্রবত্তী, মো. নুর খান, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবা উল আলম লাভলু, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, মো. শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, ফেরদৌস হোসেন আরিফ, সরোয়ার হাসান জামিল, মহিউদ্দিন মঞ্জু, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, বখতেয়ার সাঈদ ইরান, সাহেদ সরোয়ার শামীম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ, নজরুল ইসলাম চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, শফিকুল ইসলাম, এড. বাসন্তী প্রভা পালিত, নুরুল মোস্তফা মানিক, সৈয়দা রিফাত আকতার নিশু, হারুন অর রশীদ, রুপক দেব অপু, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচালের দাম বেড়েই চলেছে ক্রেতার কপালে ভাঁজ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স পুকুরে আহত ৪