ক্ষুদ্র ও সংকীর্ণতার তল থেকে উঠে আসতে না পারলে বড় স্বপ্ন দেখার কথা ভাবা যায় না। স্বপ্ন দেখি, ভাষার মুগ্ধতায় হারিয়ে যায়। মা, মাটির শিকড়ে পদচারণা ব্যাপ্তি বাড়ে। শব্দ কাব্যে ভালবাসার মননে স্বদেশ জাগ্রত হয়। ফাগুনে লেগেছে আগুন। সালাম বরকত রফিক জব্বারের তপ্ত রক্তের স্রোতে বয়ে জাতি এখন অর্ধশত জন্মলগ্নে পা রাখছে। আমরা তলাবিহীন ঝুড়ির বদনাম গুছিয়ে ইতিহাসের স্বর্ণ শিখরের পদধ্বনি শুনছি। আজ পদ্মাসেতু দৃশ্যমান, পানির তলদেশ বয়ে ট্যানেল মত যুগান্তরিত কর্মে উদ্ভাসিত, উড়াল সেতু ছুঁয়ে এখন স্বল্প সময়ে যোগাযোগ নিংড়ানো ট্রেনের সুফল নিতে চলছি।বলা যায়, একুশের অনুসৃত পথের যাত্রা শুরু। ইতিহাস সতত–আমরা মাটির সুধামাখা শব্দ ধ্বনি শুনতে পায়।