একুশের দীর্ঘশ্বাস

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

ক্যালেন্ডারে ফিবছর ফেব্রুয়ারি আসে

রক্তরঙে কৃষ্ণচূড়া গাছে গাছে হাসে

বাহান্নতে পলাশশিমুলের ঠোঁটে ছিল বারুদের আগুন

ফুলকি ঝরে মিশে যায় ভাইয়ের রক্তের সাথে রাজপথে

আগুনের কালো ছাই দিয়ে আঁকা হয় বর্ণমালা

লিখে রাখে বরকতের নক্ষত্রের মতন দুচোখের ভাষা,

সালামের মুখের অস্পষ্ট সব বুলি,

দুখিনী মায়ের অশ্রুফোঁটা

সব হিসাব লিখে রেখেছে

প্রাণের বিনিময়ে পাওয়া অতীতকে বুকে নিয়ে

এগিয়ে চলেছে ভবিষ্যৎ

গৌরবের সাথে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রিয় মাতৃভাষা

পুরো বিশ্ব লালনপালন করে আমাদের এ ভাষাদিবস

ধীরে ধীরে ভিনদেশি স্রোত এসে লাগছে রঙিন বর্তমানে

আধুনিকতার তরঙ্গে ভেসে যায় বাংলিশ বুলি

জাতীয় ভঙ্গিতে দাঁড়ানো দোয়েলের শীসে রফিকের দীর্ঘশ্বাস

একুশের পাঁজরে বাজে সে দীর্ঘশ্বাস!

পূর্ববর্তী নিবন্ধবুকে নিয়ে ধন্য হতাম
পরবর্তী নিবন্ধএকুশের পোস্টার