একুশের চেতনায় রুখতে হবে সকল অপশক্তি : অনুপম সেন

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

একুশের অবিনাশী চেতনায় দেশ বিরোধী সকল অপশক্তি দূর করার দৃপ্ত শপথে জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস্‌ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ভাষা শহীদদের স্মরণানুষ্ঠান ও সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড.অনুপম সেন বলেছেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমসাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে। বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। তিনি বলেন, আজও বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। তাদের অপতৎপরতার বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ ও সচেষ্ট থেকে একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। সংগঠনের মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয়ের ভি.সি অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের চেয়ারম্যান এম এ রশীদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন ফজল আহমদ, সিরাজ উদ্দৌলাহ্‌ চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, লেয়াকত হোসেন, মোহাম্মদ সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, কন্ঠশিল্পী জয়ন্তী লালা, জসীম উদ্দিন, নাজিম উদ্দিন,নুরুল হুদা চৌধুরী, আশেক মাহমুদ মামুন, পংকজ রায়, অ্যাড. কামরুল আজম, কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, দীপন দাশ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, কোহিনুর আকতার, শফিকুর রহমান, শিলা চৌধুরী, নুসরাত জাহান, পারভীন আকতার,এ এম এইচ মানিক, মোহাম্মদ হোসেন চৌধুরী সাদ্দাম,মফিজুর রহমান বাহাদুর,এম এ খালেক,বন্ধন সেন,আবদুর রহিম,অনিমেষ পালিত,জয় দাশগুপ্ত, জহির খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০