২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা–২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় আগামী ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গতকাল শনিবার একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। খবর বাসসের।
জানা গেছে, এবার ভর্তিযোগ্য মোট কলেজ–মাদ্রাসা ৮ হাজার ১৫টি। এগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি। ভর্তি প্রক্রিয়ায় নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসার জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করেছে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়েছে।