একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে রাঙ্গামাটি ডায়নামিক ফুটবল একাডেমি ও আনোয়ারা ফুটবল একাডেমি।
গতকাল মঙ্গলবার সকালে বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রাঙ্গামাটি ডায়নামিক ফুটবল একাডেমি সহজেই ৩–০ গোলে চট্টগ্রাম ডায়নামিক ফুটবল একাডেমিকে হারিয়েছে। সাকিব, শান্ত ও অতীত ১টি করে গোল করেন। উল্লেখ্য সাবেক জাতীয় ফুটবলার বরুণ দেওয়ান এই একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রদীপ বড়ুয়া ও রতন বড়ুয়ার তত্ত্বাবধানে চলে এই রাঙ্গামাটি ডাইনামিক ফুটবল একাডেমির অনুশীলন। অপর খেলায় আনোয়ারা ফুটবল একাডেমি ২–০ গোলে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবকে পরাজিত করে। মিসবাহ ও আবিদ গোল করেন। আজ দুটি খেলায় সকাল ১০ টায় আনোয়ারা ফুটবল একাডেমি ও পটিয়া ফুটবল একাডেমি এবং দুপুর ১২ টায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ও চট্টগ্রাম ডায়নামিক ফুটবল একাডেমি মুখোমুখি হবে।