একাকী জীবন

হেলাল চৌধুরী | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

তুই সময় পেলে, তোর হৃদয় খুলে
তোর দুঃখের কথা… আপন মনে,
তুই নিজের সাথে নিজেই বলিস।
কেউ তা জানবে না।
তোর বুকের ভেতর বিঁধে থাকা,
কষ্ট নামের দুঃখের কাঁটা
তুই হ্যাঁচকা টানে উপড়ে ফেলিস।
কেউ টের পাবে না।

তোর চলার পথে ক্লান্তি এলে,
তুই দিনের শেষে একলা হলে,
তোর চোখের জলে দুঃখ ভুলিস।
কেউ তা দেখবে না।
তোর নিশীথ রাতের একলা তারা,
তোর ব্যাকুল হৃদয় পাগলপারা,
তোর দীর্ঘশ্বাসটাও আস্তে ফেলিস।
কেউ তা বুঝবে না।

তুই বুকের ভেতর কষ্ট পুষে,
মুখে বলিস… আছিস সুখে।
তোর চোখের কোণে দু’ফোটা জল…
কেউ তা মুছবে না।
তোর মিষ্টি মধুর স্বপ্নগুলো,
ঢাকে যদি স্মৃতির ধুলো…
তুই এক ফুঁৎকারেই উড়িয়ে দিস।
কেউ আটকাবে না।

দিনের শেষে সবাই একা।
শুধু লোকের ভীড়ে ভুলে থাকা।
তোর পথের সাথী সে-ও হারাবে…
তোর সাথে আসবে না।
তুই সময় পেলে, তোর হৃদয় খুলে
তোর দুঃখের কথা… আপন মনে,
তুই নিজের সাথে নিজেই বলিস।
কেউ তা জানবে না।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ লোডশেডিং এর সমাধান চাই
পরবর্তী নিবন্ধশ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতন